🎉 জুলাই কর্নার

ছবি

জুলাই ২০২৪: শিক্ষার্থীদের বিপ্লব

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের রাজপথে ছিলো এক অভূতপূর্ব চিত্র — মেধাবী ছাত্রছাত্রীদের কণ্ঠে ধ্বনিত হয়েছিলো “আমরা কোটা চাই না, ন্যায্য অধিকার চাই!”
এই আন্দোলন শুধু চাকরির কোটা নয়, পুরো রাষ্ট্রব্যবস্থার জবাবদিহি ও বিচার চাওয়ার বিপ্লব হয়ে উঠেছিল।

ইতিহাস স্মৃতিচারণ

📢 জুলাই ২০২৪ – বাংলাদেশের ছাত্র-জনতা যে বিক্ষোভে দমনে দাঁড়িয়ে ছিল জাতির স্বাধীনতার মূল্যবোধে, সেই আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণতন্ত্রের চূড়ান্ত অভিযানে। কোটা বাতিলের দাবি থেকে শুরু হয়ে ‘জুলাই বিপ্লব’—যা অবশেষে রাষ্ট্রপ্রধানের পদত্যাগ ও সাময়িক সরকারের অভিষেকের পথ প্রশস্ত করে।

ছবি